চাঁদপুরে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ জুন সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত,সনাকের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সাধারণ মানুষের মাঝে তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। মেলায় অংশগ্রহণকারী ৩০ টি প্রতিষ্ঠানের স্টল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
৪ জুন ২০২৪
এজি