হাজীগঞ্জ-শাহারাস্তি আসনের সংসদ সদস্য মেজর( অব.) রফিকুল ইসলাম বীর উত্তম পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ।
শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো.হুমায়ুন কবির ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে ২৫ জানুয়ারি জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সদস্য মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া,টামটা উত্তর ইউনিয়নের সভাপতি ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সদস্য মো.রুহুল কুদ্দুস ভুইঁয়া লিটন, আখতারুজ্জামান,জেলা সদস্য মো.শিবলী সাজ্জাদ প্রমুখ।
২৮ জানুয়ারি ২০২৪
এজি