Monday , 7 October 2024
sharasti===

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে শাহরাস্তিতে নারী সমাবেশ

চাঁদপুরের শাহরাস্তিতে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে এবং মাদক,সন্ত্রাস, গুজব প্রতিরোধ, ইভটিজিং ও সামাজিক ব্যাধির প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠত হয়েছে।

মঙ্গলবার ৫ মার্চ সকালে শাহরাস্তি উপজেলার আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুর জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

তিনি মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে এবং মাদক, সন্ত্রাস, গুজব প্রতিরোধ, ইভটিজিং ও সামাজিক ব্যাধির প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার, শাহরাস্তি উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ভূঁইয়া ও আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার।

সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে মাদকবিরোধী প্রচারযুক্ত কলম ও লিফলেট বিতরণ করা হয়।

৭ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

শাহরাস্তি --- ডিসি

শাহরাস্তিতে বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ২২ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *