Monday , 9 September 2024
nazrul

মরহুম এড.লুৎফুর রহমান খানের ১৩তমউপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৬ জুলাই রোজ শনিবার বাদ আছর চাঁদপুর ফেমাস হাসúাতাল সংলগ্ন কাদির মিজি মসজিদে নজরুল গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম এড.লুৎফুর রহমান খানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।

নজরুল গবেষণা পরিষদ.চাঁদপুরের সভাপতি সহকারী অধ্যাপক মো. মোশারেফ হোসেন, নজরুল গবেষক বীরমুক্তিযোদ্ধা ফতেহ -উল -বারী , সাধারণ সম্পাদক আবদুল গনি ,প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ওয়ালিদ হোসেন খান ও তাঁর পরিবার বর্গের বিভিন্ন আত্মীয়স্বজন , স্থানীয় মুসল্লীগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাও.আবদুল কাদির।

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *