Wednesday , 18 September 2024
ec

কচুয়া-ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা

তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮জন প্রার্থী।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১১,ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুল বারিক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফিন।

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির,পৌর যুবলীগ সভাপতি মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল, আওয়ামীলীগ সমর্থক মো. রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ. জব্বার বাহার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা সহিদ, আওয়ামী লীগ সমর্থক কুলসুমা আক্তার, জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার, উপজেলার সাবেক ছাত্রলীগ সদস্য আমেনা আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী খান।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ইঞ্জি.মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও সাবেক জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন।

ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,উপজেলা আওয়মী লীগের মহিলা সম্পাদিকা রিনা নাসরিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম।

এ দু উপজেলায় মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে,প্রত্যাহারের শেষ সময় ১২ মে,প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাসস

৩ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

foriedgong-

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে আজ বুধবার ৫জুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *