Monday , 16 September 2024
student power

চাঁদাবাজী ,বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোনো অনিয়ম প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চলমান প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় তুলে ধরতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

১৭ আগস্ট শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীগণ বলেন,‘ আমরা যানজট নিরসন,চাঁদাবাজী,বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোনো অনিয়ম প্রতিরোধে যোক্তিকভাবে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থী অনেকে হুমকি-ধমকি ও ট্রলের শিকার হচ্ছে। তাদের পাশে থাকাসহ পুৃলিশ সুপারেরর সুদৃষ্টি কামনা করেন। ‘

মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,নাদিম পাটওয়ারী,আব্দুল্লাহ আল কাফী এবং ঐশর্য।

এ সময় শিক্ষার্থীগণ বলেন,‘সারা দেশের ন্যায় চাঁদপুরেও সাধারণ শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা চাঁদপুরে সকল প্রকার অনিয়ম-অপরাধ রোধে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে।

কিছুদিন আগে তারা চাঁদপুর প্রেসক্লাবের একটি চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান থেকে একটি দুস্কৃতিকারী চক্র চাঁদা নিয়েছে। যা সেখানকার সিসি টিভি ক্যামেরায় ধারণ করা আছে। এই ঘটনার সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার দাবী করছি । ‘

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যে কোনো বিষয়ে আপনারা (শিক্ষার্থীরা) কাজ করার আগে ভেবেচিন্তে এবং সে বিষয়ে বুঝেশুনে কাজ করলে সুবিধা হবে। কোনো অনিয়মের বিষয়ে কাজ করার আগে প্রয়োজনে আপনারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিবেন। শিক্ষার্থীদের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো। ‘

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার,রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা,চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থীদের পক্ষে জুবায়ের,অসিম,অনাস,ফাহাদ সামা।

আবদুল গনি
১৭ আগস্ট ২০২৪

এছাড়াও দেখুন

carfew

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

ঢাকাসহ চার জেলায় আজ শুক্রবার ও আগামিকাল শনিবার কারফিউ চলমান থাকবে। তবে আজ ও আগামিকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *