মতলব উত্তর উপজেলা নির্বাচন আজ ৮ মে ভোট গ্রহণ। প্রার্থী ৫ জন, ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮শ ২৫ জন। কেন্দ্র ৯৯ এবং ভোট কক্ষ ৬৬১ টি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ২৩ এপ্রিল।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন। প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিজ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি ঘোড়া প্রতীক এবং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজীকে আনারস প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.আসাদুজ্জামান তালা প্রতীক পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধীতায় বিজয়ের পথে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।
এদিকে প্রতীক পেয়ে মাঠে প্রচারণায় ব্যাস্ত হয়ে পরেছেন প্রার্থী ও সর্মথরা। মতলব উত্তর উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৯৯টি ভোটকেন্দ্র ও ৬’শ ৬১টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮’শ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪’শ ৩৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৩’শ ৯০ জন।
ফলে ৯৯ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৬শ ৬১ জন ও ১ হাজার ৩’শ ২২ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন।
আবদুল গনি
৮ মে ২০২৪
এজি