ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশে গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ফারাক্কা বাঁধ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে, এক বিবৃতিতে দেশটির সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন,‘আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি যে,ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা -পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে ১১ লাখ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে। ’
এটি একটি স্বাভাবিক মৌসুমী ক্রমবৃদ্ধি যা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে।’ জয়সওয়াল বলছেন, ‘এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্যাম নয়। যখনই, পানির স্তর পুকুরের স্তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়।
এটি শুধুমাত্র একটি কাঠামো যা মূল গঙ্গা-পদ্মা নদীর ওপর একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানালে ৪০ হাজার কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণভাবে পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়।’
তিনি বলেন, প্রোটোকল অনুযায়ী তথ্য-উপাত্ত নিয়মিত ও সময়মত বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদেরকে জানানো হয়। এবারো সেটাই করা হয়েছে।
আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতির প্রদর্শন দেখেছি। এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিয়ে প্রতিহত করা উচিত। সূত্র : বিবিসি
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪
এজি