Sunday , 15 September 2024
বেড
model ==

অসহায়-দরিদ্রদের জন্যে দুটো বেড ফ্রি : ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ

চিকিৎসা মানুষের একটি মৌলিক চাহিদা। কিন্তু দরিদ্র মানুষ এ সেবা থেকে প্রায় বঞ্চিত।সরকারের একার পক্ষে এত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা খুবই কঠিন। মডেল হসপিটাল,হাজীগঞ্জ এলাকার মানুষের পাশে দাঁড়াতে চায়। হোক তা স্বল্প পরিসরে ।

তাই ‘অসহায়-দরিদ্রদের পাশে মডেল হসপিটাল’-আত্মমানবতার সেবা প্রদানের লক্ষ্যে-এ শ্লোগানকে সামনে রেখে জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ হাজীগঞ্জ এর অন্যতম শীতাতপ নিয়ন্ত্রিত বিজনেস পার্ক হযরত মকিমউদ্দিন রহ.এ প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবার অন্যন্য প্রতিষ্ঠান মডেল হসপিটালে অসহায়-দরিদ্রের জন্যে দু’টো বেড ফ্রি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন হসপিটাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

৫ মে ২০২৪ মডেল হসপিটাল,হাজীগঞ্জের কো-চেয়ারম্যান ও হাজীগঞ্জের অরাজনৈতিক সামাজিক সংগঠন হাজীগঞ্জ ফোরাম এর সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ এক বার্তায় এ তথ্য জানান।

তিনি আরো জানান,ভর্তিকৃত রোগীদের ফ্রি ডাক্তারী পরামর্শ, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষায় ২৫% ছাড় ও গরীব-অসহায়দের বেলায় বিশেষ ছাড় দেয়া হবে ।

করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

৪ শিক্ষকের যোগদান=

হাজীগঞ্জ আমিন মেমোরিয়ালে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত চার শিক্ষকের যোগদান

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত চারজন সহকারী শিক্ষককে বরণ করে নেয়া হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *