Monday , 16 September 2024
Buet ===

বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে বর্ণনা করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে স্বাস্থ্য পরীক্ষা,ভর্তি ফি প্রদান এবং মূল সনদ,স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফির রশিদ জমা প্রদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবছরের মতো এবারও দু’ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দু ধাপে প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এ প্রাক-নির্বাচনি পরীক্ষায় মনোনীত শিক্ষার্থীরা গত ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

২১ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

bcs--

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *