Wednesday , 18 September 2024
Prince S 8০০ ৗ ৪৫০

এবাদত-বন্দেগির স্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে : প্রিন্স শাকিল আহমেদ

ওয়াকিফ,প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লি আলহাজ মরহূম আহমদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াকফ এ্যাস্টেট কর্তৃক পরিচালিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লি সমাজবিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ মসজিদের বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে ২৯ এপ্রিল দুপুরে সাপ্তাহিক হাজীগঞ্জ এর সম্পাদনা বিভাগকে এক বার্তায় বলেন,‘ অব্যাহত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিদ্যুতের লোডসেডিং থাকলেও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নিয়মিত পাঁচওয়াক্ত নামাজসহ অন্যান্য এবাদত-বন্দেগির স্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যমান রাখা হয়েছে। মসজিদে উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ ব্যবস্থা এবং সুদূর চীন থেকে আমদানিকৃত বিশেষ ধরণের রি-মোভিং ফ্যান সংযোগ করা হয়েছে।’

তিনি আরোও বলেন,‘ মুসল্লীগণ যাতে প্রকৃতির উষ্ণতায় উদ্বেগ ও উৎকন্ঠা পরিহার করে মনোরম পরিবেশে ও মনোযোগ সহকারে মসজিদে নামাজ আদায় করতে পারে-সেজন্যে লোডসেডিং এর মোকাবেলায় ঔ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসল্লীগণের স্বার্থে ২৪ ঘন্টাই মসজিদ খোলা রাখা হয়েছে। ’

এ ছাড়াও তিনি তাঁর সকল আত্মীয়-স্বজন,বন্ধু-শুভাকাংখি ও শুভানুধ্যয়ী সকলকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্ব-স্ব উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। কেননা গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক নানা বিপর্যয়ের মোকাবেলা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ’

আবদুল গনি
২৯ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

mostafa

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা মজুমদার

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হলেন মোস্তফা মজুমদার । তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *