Monday , 16 September 2024
শাহরাস্তি --- ডিসি

শাহরাস্তিতে বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উ.ইউনিয়নের চাঁদপুর গ্রামের বন্যাদুর্গতদের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ।

এছাড়াও জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কয়েকটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ এসকল স্থানে ত্রাণ বিতরণ করেন। তাদের সহাযোগিতা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গন।

২২ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

শাহরাস্তি ---------- মৎস্য

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহে সভা পুরস্কার বিতরণ ও প্রদর্শনী

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ”– এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় মৎস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *