ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা লিগ্যাল এইডের প্রচারণামূলক সভায় বক্তব্য রাখছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।’নিজেদের ঘরে বিরোধ নয়, বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপস হয়’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুরে লিগ্যাল এইডের প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হক ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আমরা বিচার প্রার্থীদের সেবার জন্যে কাজ করে যাচ্ছি। জেলা পর্যায়ের পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আপস-মীমাংসার মাধ্যমে কাজ করি বিচারপ্রার্থীদের সেবার জন্যে। আমাদের জেলাতে বিচার কার্যক্রমে যারা জড়িত আছেন,আমরা সকলেই সকল ধরনের বিচারপ্রার্থীর সেবার জন্যে প্রস্তুত রয়েছি।
জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রচারণামূলক সভা, উপস্থিত বিচারপ্রার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সরোয়ার জাহানের সভাপ্রধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনগত সহায়তা কমিটির প্যানেল আইনজীবী অ্যাড.এইচএম হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালভাওর বাজার ব্যবসায়িক কমিটির সভাপতি আলী আহমেদ,এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন সাধারণ জনগণসহ বিচার প্রার্থীরা ।
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৪
এজি