চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
গতকাল ২১আগস্ট (বুধবার) চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত স্বাক্ষরিত চিঠিতে এ জানানো হয়।
এতে আরো জানা যায়, এ বিষয়ে সদর উপজেলা প্রশাসনে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলায় মোট ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলো হলো: চাঁদপুর পৌরসভায় আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বড় ষ্টেশন রোড, চাঁদপুরে ৬০০ জন, খ) ওছমানিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র,পুরানবাজার, চাঁদপুরে ৪শ জন গ) হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, পুরানবাজার, চাঁদপুরে ৩শ জন ঘ) ডি.এন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, নতুনবাজার, চাঁদপুরে ৪শ জন ৩) মধুসূধন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, নতুনবাজার, চাঁদপুরে ৫শ জন।
বিষ্ণুপুর ইউনিয়নে ক) দক্ষিণ পশ্চিম বিষ্ণপুর স. প্রা. বিদ্যালয়, আশ্রয় কেন্দ্রে ৩শ জন খ) লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪শ জন গ) দক্ষিণ বিষ্ণপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন।
কল্যাণপুর ইউনিয়নে ক) দাসাদী মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ৪শ জন খ) গাজীরহাট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫শ জন গ) সফরমালী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে ৬শ জন।
তরপুরচন্ডী ইউনিয়নে ক) বাশি স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন খ) আ. আউয়াল স:প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন গ) জি.এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪শ জন।
লক্ষীপুর মডেল ইউনিয়নে ক) বহরিয়া স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন খ) লক্ষীপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন গ) কমলাপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪শ জন।।
ইব্যাহিমপুর ইউনিয়নে ক) চরফতেজংপুর বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ৩শ জন খ) ইব্রাহিমপুর বি.আই.ডব্লিউ.টি এ আশ্রয় কেন্দ্রে ৪শ জন গ) উত্তর চরফতেজংপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন।
চান্দ্রা ইউনিয়ন পরিষদে ক) চান্দ্রা বাখরপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫শ জন খ) উমেদিয়া স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন গ) পশ্চিম বাখরপুর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন।
হানানচর ইউনিয়নে ক) হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে ৬শ জন খ) রাজারহাট স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন গ) গোবিন্দিয়া স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন।
রাজরাজেশ্বর ইউনিয়নে ক) শিলারচর হাজী হাছেত প্রধানীয়া স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২শ জন খ) ওমর আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন গ) গোয়ালনগর স. প্রা. বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩শ জন। সর্বমোট ১০ হাজার ৭শ জন আশ্রয় নিতে পারবেন।
চিঠিতে আরো বলা হয় আশ্রয় কেন্দ্রের চাঁদপুর সদর উপজেলায় ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম। ইউনিয়ন পর্যায়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪
এজি