Monday , 9 September 2024
বঙ্গবন্ধুর ১০৪ তম ==

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

আগামি ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ শনিবার প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রিয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা দিনব্যাপি অনুষ্ঠিত হয়।

সকালের অধিবেশনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড,বদিউজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক অ্যাড, আমির উদ্দিন মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সংগঠনের সহ সভাপতি অ্যাড.মোহাম্মদ আলী হোসেন মজুমদার, পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম খান নয়ন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী, বিচারক দীপক চৌধুরী।

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড.বদিউজ্জামান কিরণ।

পরে বিকাল ৫ টায় প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশনে ২০২৩ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৭ জন বিজয়ী প্রতিযোগী স্বর্ণপদক, রূপ্য এবং ব্রংস পদক অর্জন করায় তাদেরকে সংবর্ধনা প্রদান এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সনদ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন বনজ, তমাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন সূত্রধর,সহ-সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, নৃত্যকলা সম্পাদক সুমা দত্ত,সাহিত্য বিষয়ক সম্পাদক এড.সালমা আক্তার,সদস্য মো.মামুন তফাদার মুন্না,ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোশারফ হোসেন মিলন, অর্থ সম্পাদক বাহাউদ্দিন বাহার, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি আরিফুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক এ এস পলাশ, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

প্রসঙ্গত,চিত্রাঙ্কন, নজরুল সংগীত,রবীন্দ্র সংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশের গান,পল্লীগীতি, কবিতা আবৃতি, একক অভিনয়, ছড়া গান, দেশের গান, সাধারণ নিত্য, লোকনৃত্যসহ ১০টি ইভেন্টে, ৪’ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

১০ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *