Monday , 9 September 2024
gaza-

গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১৯ লাখ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির ৯০ % মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসাবে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজ নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএন অফিস ফল কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে দোমিনিকো গতকাল বুধবার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে অন্তত ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আন্দ্রেয়া দে দোমিনিকো বলেন, ‘আমাদের অনুমান, গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই অভ্যন্তরীণভাবে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, অনেকে হয়তো এই সময়ের মধ্যে ১০ বারের বেশি বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগে আমাদের অনুমান ছিল ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু আমরা রাফাহে (ইসরায়েলি অভিযান) অপারেশন দেখেছি, যার কারণে অতিরিক্ত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এরপর আবারও আমরা উত্তরাঞ্চলে (ইসরায়েলি) অভিযান দেখেছি, যার ফলে আবারও কিছু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

আন্দ্রেয়া দে দোমিনিকো জানান, এ ধরনের সামরিক অভিযান স্থানীয়দের বারবার নিজ আশ্রয় ছেড়ে যেতে বাধ্য করছে। তিনি বলেন, ‘বাস্তুচ্যুতদের এই সংখ্যার পেছনে এমন সব মানুষ আছে যারা ভীত, যাদের অভিযোগ আছে জীবন নিয়ে এবং তাদের সম্ভবত স্বপ্ন ও আশা ছিল। দুর্ভাগ্যবশত, আমি আজ ভয় পাই যে, তাদের সেসব আশা ও স্বপ্ন ভেঙে গেছে। গত ৯ মাস ধরে তারা দাবার বোড়ের মতো ঘুরে বেড়াচ্ছে।’

৪ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

hamas

যুদ্ধের পর গাজায় স্বাধীন ফিলিস্তিনি সরকার চায় হামাস

হামাস যুদ্ধবিরতি আলোচনার সময় পরামর্শ দিয়েছে, নির্দলীয় ব্যক্তিদের নিয়ে গঠিত একটি স্বাধীন সরকার যুদ্ধ-পরবর্তী গাজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *