Monday , 16 September 2024
press club ----

` চাঁদপুর প্রেসক্লাব জেলার সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান’

চাঁদপুর প্রেসক্লাব এ জেলার সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান,ঐক্যের প্রতিষ্ঠান। প্রেসক্লাব আমাদের মাঠ পর্যায় সাংবাদিকদের সুখে-দুখে সব সময় পাশে ছিল,আছে এবং থাকবে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে করোনাকালীন দুর্যোগেও প্রেসক্লাব ভূমিকা ছিল প্রশংসনীয়।

বিগত সময়ে এ প্রতিষ্ঠানটিতে যাঁরাই নেতৃত্ব দিয়েছেন, তারা প্রত্যেকেই সাংবাদিক বান্ধব ছিলেন,এ কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে বি ভিন্ন কারণে মাঠ পর্যায়ের অনেক সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সদস্য হতে পারে নি। ‌‌গতকাল তারা প্রেসক্লাব নেতৃবৃন্দ তথা সাংবাদিক অভিভাবকদের কাছে তাদের সদস্য করার জন্য লিখিত দাবি জানিয়েছে। ‌

২ সেপ্টেম্বর প্রেসক্লাব নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সাংবাদিকদের দাবির বিপরীতে সাড়া দিয়েছেন। আজকে প্রেসক্লাব নেতৃবৃন্দ, দাবি জানানো সাংবাদিকদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা নিয়েছেন। ইতোমধ্যে কথা শুনবার উদ্যোগ গ্রহণ করেছেন।

এ আন্তরিকতা এবং ভালোবাসার জন্য প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

আশা করছি- চাঁদপুর প্রেসক্লাব অতীতে যেভাবে সাংবাদিকদের বুকের মধ্যে আগলে রেখেছে, সেভাবে বিভিন্ন কারণে সদস্য হতে না পারা এ সহকর্মী ভাইদেরও বুকে আগলে নিবেন।

মাঠে পর্যায়ের এ সাংবাদিকরা কেবলমাত্র প্রেসক্লাবের মত সুন্দর একটি পরিবারের সদস্য হতে চায়। ‌তারা সাংবাদিকদের আস্থা-ভালোবাসা এবং ঐক্যের প্রতিষ্ঠান- চাঁদপুর প্রেস ক্লাবের সুবিশাল হৃদয়ে একটু জায়গা পেতে চায়। ‌

আশা এবং বিশ্বাস রাখছি-অবশ্যই ভালো কিছু হবে।

সূত্র : আশিক বিন রহিমের ওয়াল থেকে সংগৃহীত ।

সম্পাদনা -আবদুল গনি
৩ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *