Monday , 16 September 2024
saiful-islam

বন্যা পরিস্থিতিতে জনসাধারণের পাশে আছে চাঁদপুর জেলা পুলিশ

চাঁদপুরে বন্যা পরিস্থিতিতে যে কোন প্রয়োজনে জনসাধারণের পাশে আছে চাঁদপুর জেলা পুলিশ। ২২ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে চাঁদপুর জেলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা পুলিশকে সতর্কতার সাথে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,“চলমান বন্যা ইতিমধ্যে চাঁদপুর জেলায় প্রভাব ফেলতে শুরু করেছে। এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা।”

পুলিশ সুপার আরও জানান, “আমরা স্থানীয় সাধারণ জনগণকে অনুরোধ করছি যেন তারা আমাদের নির্দেশনা মেনে চলেন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন।

জেলা পুলিশের এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মধ্যে রয়েছে:

১। জরুরি উদ্ধার টিম প্রস্তুত রাখা: চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশ সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রাখা।

২। সচেতনতামূলক প্রচারণা: স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৩। যোগাযোগ ব্যবস্থা জোরদার করা: জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টিম মোতায়েন করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। একই সাথে চাঁদপুর জেলা পুলিশের স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে বন্যায় মানুষের সহায়তা করার জন্য।

৪। সহযোগী সংস্থার সাথে সমন্বয়: অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থার সাথে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করা হচ্ছে।

বন্যায় চাঁদপুর জেলা পুলিশের সহায়তা পেতে কল করুন হটলাইন নম্বরে- ০১৩২০-১১৬৮৯৮ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯।

এছাড়াও পুলিশি সেবা পেতে নিকটস্থ থানায় যোগাযোগ করুন:

অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা : ০১৩২০-১১৫৯৮১, অফিসার ইনচার্জ, হাইমচর থানা : ০১৩২০-১১৬১৫৩, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা : ০১৩২০-১১৫৯৯৭, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা : ০১৩২০-১১৬১২৭, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা : ০১৩২০-১১৬০৪৯, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা : ০১৩২০-১১৬০২৩, অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা : ০১৩২০-১১৬০৭৫, অফিসার ইনচার্জ, কচুয়া থানা : ০১৩২০-১১৬১০১

সাপ্তাহিক হাজীগঞ্জ
২৪ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

হাজীগঞ্জ লাল সবুজ সংগঠন-- ৩য় লীড নিউজ এর ছীব

লাল সবুজ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হাজীগঞ্জ লাল সবুজ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে সপ্তাহব্যাপি ত্রাণ বিতরণ কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *