Wednesday , 18 September 2024

ঐতিহাসিক পলাশী দিবস আজ

আজ ২৩ জুন । ঐতিহাসিক পলাশী দিবস। ১৭৫৭ সালের এ দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে বাংলা, বিহার ও ওড়িশার নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর মুখোমুখি হয় ইংরেজ বাহিনী। যুদ্ধের নামে এক প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হন নবাব, প্রায় দু’শ বছরের জন্য অস্তমিত যায় বাংলার স্বাধীনতার সূর্য।

ইতিহাস থেকে জানা যায়, আলীবর্দী খাঁর পর তাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালের ১০ এপ্রিল বাংলা-বিহার-ওড়িশার সিংহাসনে বসেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। তরুণ নবাবের সঙ্গে ইংরেজদের বিভিন্ন কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। নবাব সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন খালা ঘষেটি বেগম,সেনাপতি মীর জাফর আলী খান, ধনকুবের জগৎ শেঠ, রাজা রায় দুর্লভ,উমিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ।

১৭৫৭ সালের ২৩ এপ্রিল কলকাতা পরিষদ নবাবকে সিংহাসনচ্যুত করার পক্ষে প্রস্তাব পাস করে। এ প্রস্তাব কার্যকর করতে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ রাজদরবারের অভিজাত সদস্য উমিচাঁদকে ‘এজেন্ট’ হিসেবে নিযুক্ত করেন।

এ ষড়যন্ত্রের নেপথ্য নায়ক যে মীর জাফর তা আঁচ করতে পেরে তাঁকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করে আব্দুল হাদীকে অভিষিক্ত করেন নবাব।

কূটচালে পারদর্শী মীর জাফর পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করায় নবাবের মন গলে যায় এবং মীর জাফরকে প্রধান সেনাপতি পদে পুনর্বহাল করেন।

ঐতিহাসিকদের মতে,এ ভুল সিদ্ধান্তই নবাব সিরাজের জন্য ‘কাল’ হয়ে দাঁড়ায়।

২৩ জুন ২০২৩
এজি

এছাড়াও দেখুন

history

৪ জুলাই : ইতিহাসে আজকের এ দিনে

স্বাগতম । আজ ৪ জুলাই ২০১৮, বৃহস্পতিবার । ২১ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। ২৬ জিলহজ ১৪৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *