ছাত্র-ছাত্রীদের এক দফা দাবি আদায়ের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক।
১৩ আগস্ট মুন্সিরহাট কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
তারই পেক্ষিতে গত ১৫ আগস্ট দুপুর ১ টায় অধ্যক্ষের কার্যালয়ে বসেন বিক্ষোভকারী ছাত্র-ছাত্রী,শিক্ষক মণ্ডলী ও সুশীল সমাজ । এক পর্যায়ে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ এম এ মালেক স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এ সময় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন মো.শরিফ প্রধান,মো.জিসান প্রধান, মো.বায়োজিদ হোসেন, মো.সাগর, মো. নাঈমুল ইসলাম নাঈম,সাদিয়া আক্তার, হানি আক্তার,নুসরাত আক্তার,মীম আক্তার প্রমুখ ।
এ সময় তারা আরো একজন সহকারী অধ্যাপকের পদত্যাগও দাবি করেন বলে জানা যায়।
১৭ আগস্ট ২০২৪
এজি