Monday , 16 September 2024
পদত্যাগ

মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেকের পদত্যাগ

ছাত্র-ছাত্রীদের এক দফা দাবি আদায়ের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক।

১৩ আগস্ট মুন্সিরহাট কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

তারই পেক্ষিতে গত ১৫ আগস্ট দুপুর ১ টায় অধ্যক্ষের কার্যালয়ে বসেন বিক্ষোভকারী ছাত্র-ছাত্রী,শিক্ষক মণ্ডলী ও সুশীল সমাজ । এক পর্যায়ে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ এম এ মালেক স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন মো.শরিফ প্রধান,মো.জিসান প্রধান, মো.বায়োজিদ হোসেন, মো.সাগর, মো. নাঈমুল ইসলাম নাঈম,সাদিয়া আক্তার, হানি আক্তার,নুসরাত আক্তার,মীম আক্তার প্রমুখ ।

এ সময় তারা আরো একজন সহকারী অধ্যাপকের পদত্যাগও দাবি করেন বলে জানা যায়।

১৭ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

mat (s)

মতলব দক্ষিণে চেয়ারম্যান মোস্তফা তালুকদার,ভাইস চেয়ারম্যান আখি নির্বাচিত

মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মোস্তফা তালুকদার,ভাইস চেয়ারম্যান আখি নির্বাচিত ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *