Monday , 16 September 2024
b ang

বঙ্গবন্ধু শান্তি পদক চালু করবে সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করেছে বাংলাদেশ। এ জন্য আজ সোমবার ২০ মে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সভাপতিত্বে তার কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন,‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে’- অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক দেয়া হবে প্রতি দু’ বছর পর পর।

২০২৫ সালের ১৭ মার্চ এ পুরস্কার ঘোষণা করা হবে। এরপর ২৩ মে পুরস্কার প্রদান করা হবে।বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ পদকের জন্য বিবেচিত হবেন। কোনো দেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,সমাজসেবক ও রাজনীতিক এর জন্য মনোনীত হবেন।

নোবেল বিজয়ী বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নাম প্রস্তাব করতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘১ লাখ মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক পুরস্কারের সঙ্গে ১৮ ক্যারটের ৫০ গ্রাম স্বর্ণ পদক থাকবে পুরস্কার হিসেবে । একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরিবোর্ড গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবেন।

২০ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dr-660x330

তিস্তার পানি বণ্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত: অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *