Monday , 16 September 2024

বই পড়লে নিজের শব্দ ভান্ডার সম্মৃদ্ধি হয়:জেলা প্রশাসক চাঁদপুর

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ দিনব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ১২ ফেব্রুয়ারি বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন,‘ বই মেলার অন্তর্নিহিত উদ্দেশ্য হলো অনেক বেশি পাঠক তৈরি
করা। বই পড়লে নিজের শব্দ ভান্ডার সম্মৃদ্ধি হয়। আগামিতে শিক্ষার্থীদের এ মেলায় নিয়ে আসার জন্যে বিশেষ ব্যবস্থা করা হবে। পাঠকদের থেকে সাড়া পেলে আগামীতে মাসব্যাগি মেলাটা চালু করা হবে ।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন- বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া। আলোচনা সভা শেষে বিভিন্ন লেখকের সমন্বয়ে প্রকাশিত ছড়া বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

এরপূর্বে মেলায় অংশগ্রহণকারী ৩০ স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *