চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ এর ৬ মে ২০২৪ স্বাক্ষরিত এক প্রতিবেদন সিটে উল্লেøখিত তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ যাঁরা নির্বাচিত হলেন:শ্রেষ্ঠ শিক্ষার্থী-৯ম শ্রেণির রুবাইয়া সিফাত-দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ- হাইমচর। ফারাহ আদিবা-একাদশ-চাঁদপুর সরকারি কলেজ।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-সরকার মোহাম্মদ সেলিম মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , ড. মো.মাসুদ হোসেন-সহযোগী অধ্যাপক -চাঁদপুর সরকারি মহিলা কলেজ, মো.আনিছুর রহমান-সহকারী শিক্ষক উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা,হাজীগঞ্জ এবং শামছুন্নাহার শিঊলী-সহকারী শিক্ষিকা, মতলব জগবন্ধু বিশ^নাথ পাইলট উচ্চ বিদ্যালয় ।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান-মো.দেলোয়ার হোসেন,প্রধানশিক্ষক,হাসান আলী উচ্চ বিদ্যালয়,চাঁদপুর। প্রফেসর অসিত বরণ দাস-অধ্যক্ষ,চাঁদপুর সরকারি কলেজ। মো.দেলোয়ার হোসেন,অধ্যক্ষ বোলদিঘী কামিল মাদ্রাসা,শাহরাস্তি।
মো.আবুল কালাম আজাদ -অধ্যক্ষ,কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,কচুয়া। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান–দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ- হাইমচর,চাঁদপুর সরকারি কলেজ,মতলব দারুল উলুম মাদ্রাসা ও কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,কচুয়া।
প্রসঙ্গক্রমে-চাঁদপুর জেলায় ৪৯ টি সরকারি-বেসরকারি কলেজ,২৯৩টি সরকারি-বেসরকারি স্কুল, ২৬০মাদ্রাসা,১১৫৬ টি সরকারি প্রাথমিক স্কুল,৬১০টি কিন্ডার গার্টেন ও ৪১০ এবতাদাযী মাদ্রাসায় প্রায় ৪ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে ।
আবদুল গনি
৬ মে ২০২৪