Monday , 9 September 2024
charman-
ছবি : সংগৃহীত

চাঁদপুরের ৭ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

চাঁদপুর জেলার ৭ টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে তিনটি ধাপে সমাপ্ত হয়েছে। হাইমচরের জাতীয় উপজেলা নির্বাচন কোনো ধাপে এখনো আসেনি । জেলার ৭টি উপজেলার চেয়ারম্যান হলেন যাঁরা।

প্রথম ধাপে ৮ মে চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় দোয়াত কলম প্রতীকে ১৬ হাজার ৯শ ১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক মোস্তফা তালুকদার । মতলব উত্তর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৭শ ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন মো.মোস্তফা মানিক।

দ্বিতীয় ধাপে ২১ মে জেলার চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৮শ ৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন অ্যাড.হুমায়ুন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৬ হাজার ৫শ ৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন। শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬শ ৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো.মুকবুল হোসেন।

তৃতীয় ধাপে ৫ জুন জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চিংড়ি প্রতীক নিয়ে ৬২ হাজার ৪শ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো.খাজে আহমেদ মজুমদার । কচুয়া উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪ শ ৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো.মাহবুব আলম।
উল্লেখ্য- নির্বাচিত সকল প্রার্থী আ’লীগের নেতাকর্মী।

৮ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

discrimi

চাঁদপুরে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীগণ

বন্যা অপরদিকে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলার ন্যায় চাঁদপুরে ফরিদগঞ্জ, শাহরাস্তি হাজীগঞ্জ,‌ হাইমচরসহ কয়েকটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *