৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন ।এবেরের নির্বাচনে রয়েছে নবীন প্রবীন আওয়ামীলীগের ৩ হেভীওয়েট প্রার্থী । এ উপজেলায় ত্রিমূখী লড়াইয়ে সম্ভাবনা রয়েছে ।
সরজমিনে জানাযায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নেতা কর্মী সমর্থকরা শেষ মূহুর্তে নির্বাচনী প্রচার – প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে । ৬ মে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নির্বাচনি প্রচারণা। ৮ মে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
এ উপজেলায় হেভীওয়েট প্রবীন প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ (ঘোড়া) প্রতীক,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম) প্রতীক ও নবীন প্রার্থী খাদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর (আনারস) প্রতীক তিন জনই জয়ের ব্যাপারে আশাবাদী।
উপজেলায় সর্বত্র জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন উপজেলা পরিষদের নতুন অভিভাবক । উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় চায়ের টেবিলে প্রার্থীদের ভালো-মন্দ দোষ গুণ নিয়ে করছেন বিশ্লেষণ। শেষ মূহুর্তে পার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ।
মতলব দক্ষিণ উপজেলায় ভোটের যুদ্ধে মাঠে রইলেন পাঁচ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু জন। জেলা নির্বাচন অফিস থেকে জানা যায। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা হলেন : বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার এবং উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা প্রদানকারী অপরপ্রার্থী আব্দুর রশিদ পাটোয়ারী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহ আলম খান ও বিএনপি নেতা আসলাম মিয়াজী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে অপর প্রার্থী শওকত আলী বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপাধি উত্তর ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা আক্তার আসমা ও একই কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর বেগম।
মতলব দক্ষিণ উপজেলায় ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ৫৮টি ভোটকেন্দ্র ও ৫’শ ৬৫ টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৯’শ ৭৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ৪৭ জন। ফলে ৫৮ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৫শ ৬৫ জন ও ১ হাজার ১ ম ১৫ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন।
আবদুল গনি
৮ মে ২০২৪
এজি