Monday , 9 September 2024
haji

হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতার বিজয় হয়েছে। স্থানীয় সাংসদের আস্থাভাজন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিনকে ১৫শ ১৮ ভোটে প্ররাজিত করে আগামি ৫ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।

দ্বিতীয় ধাপে দেশের অন্যান্য স্থানের ন্যায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত ২১ মে মঙ্গলবার। সকাল থেকে মাঠে ম্যাজিস্ট্রেট, রেপিড একশান ব্যাটালিয়ন, বিজিবি, পুলিশ, আনসারসহ ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলেন। এবারের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২ মে প্রতীক বরাদ্দের পর থেকে ব্যাপক প্রচার প্রচারনা শেষে দেখা যায় ৩ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর (আনারস) পেয়েছে ২৬৫৮৮ ভোট।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপির আস্থাভাজন হাজী মো.জসিম উদ্দিনের (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ২৫০৭০ ভোট এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার রানা (ঘোড়া মার্কা) পেয়েছেন ১০৩০ ভোট।

উল্লেখ্য, উপজেলায় গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আপিল,৩০ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ হবে ২১ মে।

22 . 5 .2024

এছাড়াও দেখুন

haji-momin

প্রতিহিংসা পরিহার করে সমৃদ্ধ দেশ গড়তে এগিয়ে আসুন: ইঞ্জি. মুমিনুল হক

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *