Monday , 7 October 2024
Hc--

স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার ২ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ২৯ এপ্রিল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে,পরীক্ষা চলমান আছে, ও লেভেল,এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

টানা কয়েক সপ্তাহ ধরেই তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। সোমবার চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এরই মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার ২৮ এপ্রিল থেকে সারা দেশের স্কুল–কলেজে ক্লাস শুরু হয়। শুরুর দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক–শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।

একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

২৯ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

nahid--620x330

এ গণআন্দোলনের কৃতিত্ব শহীদদের : তথ্য উপদেষ্টা

শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *