Wednesday , 18 September 2024
আইদি বাস=

মেজর অব.রফিকুল ইসলামের নির্দেশে উয়ারুকে থামবে আইদি

উয়ারুকবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়ন হওয়ার পথে। মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সেক্টর কমান্ডার,সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশে উয়ারুকে থামবে বহুল আলোচিত আইদি পরিবহনের অত্যাধুনিক বাস।

শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা উত্তর দক্ষিণ ইউনিয়ন হাজীগঞ্জ উপজেলার হাটিলা, ও ডাকাতিয়া নদীর দক্ষিণ অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠী ও কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের যাত্রীরা এ সুবিধা ভোগ করবে।

বৃহৎ এ এলাকার জনগণের দুর্ভোগের কথা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এ নির্দেশনা প্রদান করেন। আইদি পরিবহনের এমডি মীর পারভেজ জানান, এমপির নির্দেশ মতে উয়ারুক বাসস্ট্যান্ডে গাড়ি থামানোর প্রক্রিয়া চলছে। অচিরেই এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়ন করা হবে।

বৃহত্তর উয়ারুক এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। অতীতে কয়েকবার এ নিয়ে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করা হলেও কখনোই তারা দাবি আদায় করতে পারেনি।

সম্প্রতি সময়ে আইদি পরিবহন আসার সংবাদ পেয়ে আবারো সোচ্চার হয়ে উঠে উয়ারুকবাসি। আইদি পরিবহনের সফলতা কামনা করে তারা উয়ারুকে ষ্টপেজ দেয়ার দাবি জানান।

এমনকি টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জিকে এ দাবি আদায়ে সোচ্চার হতে দেখা গেছে। অবশেষে শাহরাস্তি-হাজীগঞ্জের প্রাণপ্রিয় অভিভাবক মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশে উয়ারুক বাসির দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হচ্ছে।

৮ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

শাহরাস্তি --- ডিসি

শাহরাস্তিতে বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ২২ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *