Monday , 4 November 2024
Govt

৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ : ২০৬৪ জনকে নিয়োগ

৪৩তম বিসিএসের গেজেট জারি করা হয়েছে। সেখানে আগে সুপারিশ করা ২ হাজার ৮০৫ জন থেকে ৭৪১ জন বাদ পড়েছেন। অর্থাৎ ২ হাজার ৬৪ জন নিয়োগ পাচ্ছেন।

মঙ্গলবার ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাধারণত পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগের সুপারিশের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এ তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয়। সব তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় তাদের নিয়োগের সুপারিশ করে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। সিদ্ধান্ত অনুসারে,২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সেই হিসাবে প্রায় চার বছর পর নিয়োগপ্রক্রিয়া শেষ হলো।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

bcs--

৪৬তম বিসিএস প্রিলি এ উত্তীর্ণ ১০ হাজার ৬শ ৩৮

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *