বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪শ ৫০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত তালিকা অনুযায়ী,পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১শ ৩৭ জন।
নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩ শ ৮৯ জন।
রোববার ২১ জানুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে এ খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন অনুযায়ী,প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
কিন্তু ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। ইসি জানিয়েছে,দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে খসড়া তালিকায় থাকবে।
বিদেশি ভোটার,মৃত ভোটার ও জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামি ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা। এ তালিকা ধরেই আগামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
২২ জানুয়ারি ২০২৪
এজি