Monday , 16 September 2024
shika

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক

এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ,ইনডেক্সধারী শিক্ষকদের বদলী ও জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নিকট গতকাল সেপ্টেম্বর ২০২৪, দুপুর সাড়ে ১২ টায় শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়। বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম-এর সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ-এর সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান বাবুল, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি সাহিদুল আলম, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ-এর মহাসচিব মো. আবুল বাশার, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষরদ-এর প্রেসিডিয়াম মেম্বার ও প্রতিষ্ঠাতা সভাপতি মো.আবু তালেব সোহাগ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন,গণতান্ত্রিক শিক্ষক শক্তি-এর মহাসচিব মোহাম্মদ শহিদুল্লাহ প্রিন্স,কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা মো. মজিবুর রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আন্দোলন করে আসছে। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তা পূরণ হয়নি। যার ফলে দেশের ৯৭ ভাগ শিক্ষাব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বয়ে বেড়াতে হচ্ছে। কেবলমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, শতকরা ২৫ ভাগ উৎসব বোনাস ও ৫ শত টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে শিক্ষকরা।

বৈষম্য এখানেই শেষ নয়, বেতন থেকে ১০% কেটে নিচ্ছে এরও হিসেব শিক্ষকরা পাচ্ছেনা। বেতন কেটে নেয়ার এ পদ্ধতি অন্য কোন সরকারি পেশায় নেই। বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্তু টাকা কেটে নিচ্ছে। ফলে দুর্মূল্যের এ বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ইনডেক্সধারী শিক্ষকদের বদলী এবং জোরপূর্বকভাবে পদত্যাগকারী শিক্ষকদেরকে পুনর্বহালের দাবিসহ প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেয়ার বিষয়টিও তুলে ধরেন।

এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেয়ারও দাবি জানান। শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন।

প্রেস বিজ্ঞপ্তি
৩ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dr-660x330

তিস্তার পানি বণ্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত: অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *