Monday , 4 November 2024
Coart haji ---

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

হাজীগঞ্জ বাজারের ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেে উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয় ।

মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে উদ্যোগে সোমবার ৭ অক্টোবর হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার বিশ্বরোড পর্যন্ত প্রধান সড়ক শাখা সড়কের দুপাশে ও ফুটপাত অবৈধভাবে দোকানের ভাড়াটিয়াগণ,হকারগণ,গাড়িচালকগণ দখল করায় তা দখলমুক্ত করতে মূলত জনসচেতনমূলক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন,হাজীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন(ভূমি) রিফাত জাহান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশন(ভূমি) রিফাত জাহান বলেন, ‘ জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।ব্যবসায়ীসহ সকলকে সচেতন হবে । ‘

জনস্বার্থে সচেতনমূলক এ মহৎ কাজে সহযোগিতা করেন,সেনাবাহিনী, ট্রাফিক- পুলিশ এবং পৌরসভার দায়িত্ব প্রাপ্তরা।

কবির আহমেদ
৯ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

agri--

হাজীগঞ্জ-শাহারাস্তি-কচুয়ায় বোরোর দেড় লাখ মে.টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ এবার

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি- ১ এর আওতায় ৩টি উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেচের মাধ্যমে ইরিবোরোর চাষাবাদ বিদ্যমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *