Monday , 9 September 2024
ADC sir

ভোক্তা অ‌ধিকার, তেল ম‌নিট‌রিং ও জেলা টাস্কেফোর্স সভা

ভোক্তা অ‌ধিকার,তেল ম‌নিট‌রিং,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প‌রি‌স্থি‌তি সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কেফোর্স, জেলা পণ্য বিপনন এর সভা চাঁদপুর জেলা প্রশাস‌ক কার্যাল‌য়ের স‌ম্মেলন কক্ষে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার ১৬ এ‌প্রিল সকাল ১১টায় অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন চাঁদপুরের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহ‌রিয়ার।

এসময় তি‌নি ব‌লেন,‘ সকল দপ্তর‌কে প‌ন্যের মজুদ ও বাড়তি দা‌মে পণ্য বি‌ক্রির দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। সরকার পণ্য আমদা‌নি করার কথা বল‌লেই‌ দে‌শে প‌ণ্যের দাম ক‌মে যায়। ব্যবসা‌য়ীদের এ বিষয়‌টি প‌রিহার করা উ‌চিৎ ।’

অ‌নেক ক্ষে‌ত্রে দেখা যায় যে,পণ্যটার দাম বা‌ড়ে সে পণ্যঠার ক্রয়ের প্রতি আমা‌দের ঝোপ বে‌ড়ে যায়। ভোক্তা‌দের এ বিষয়‌টি প‌রিহার করা উ‌চিৎ। চাঁদপু‌রে অন্য অ‌নেক জেলার চাই‌তেও ডায়াগ‌ণষ্টিক সেন্টার বেশি,তাই আমাদের এসকল ডায়াগ‌ণি‌ষ্টিক সেন্টারগু‌লোর প্রতি নজর রাখ‌তে হ‌বে। ল্যাবগুলোর মেয়াদ উত্তীর্ণ রক্ত ও ক‌্যা‌মি‌কেল থা‌কে। এছাড়াও তারা মনগড়া পরীক্ষার রেট দিয়ে ভোক্তার কাছ থে‌কে বাড়‌তি টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে। তাই ল‌্যা‌বের প্রতি নিয়‌মিত নজর রাখ‌তে হ‌বে।

সভা প‌রিচালনা ক‌রেন ও সভার শুরু‌তে বিগত সভার ‌সিধান্তসমূহ পাঠ ক‌রেন নেজারত ডেপু‌টি কা‌লেক্টর (এন‌ডি‌সি) আসাদুজ্জান সরকার।

সভায় বক্তব‌্য রা‌খেন ভোক্তা অ‌ধিকার অ‌ধিদপ্ত‌রের মো.নূর হো‌সেন রু‌বেল,জেলা চেম্বা‌রের প‌রিচালক গোপাল সাহা,জেলা ক‌্যা‌বের দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকার, রে‌স্তোরাঁ মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ,জেলা ক‌্যা‌বের সদস‌্য অ‌ভি‌জিত রায়।

এসময় জেলা খাদ‌্য প‌রিদর্শক না‌ছির উ‌দ্দিন, জেলা স‌্যা‌নেটা‌রি ইন্স‌পেক্টর এস এম নজরুল ইসলাম, বাংলা‌দেশ রে‌স্তোরাঁ মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ,কৃ‌ষি অ‌ধিদপ্তর,মৎস‌্য অ‌ধিদপ্তরসহ বি‌ভিন্ন দপ্ত‌রের প্রতি‌নিধিগণ।

১৮ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *