চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম।
সেলিম মাহমুদ চাঁদপুর-১ কচুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়। সাইফুল ইসলাম বাবু কচুয়া উপজেলার পালাখাল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা দানবীর ও সমাজসেবক মরহুম সিরাজুল ইসলাম। ৩ ভাই-বোনের মাঝে তিনি সবার বড়।
এদিকে কচুয়ার নবনির্বাচিত সাংসদের সার্বিক দায়িত্ব সততা ও সুনামের সাথে পালনের জন্য প্রশাসন,জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী,মিডিয়াকর্মী ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি কচুয়াবাসীর কল্যাণে ও উন্নয়নে সেবা পেতে ০১৭১১-১২৪৩২৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।
অপরদিকে কচুয়ার সাংসদ ড.সেলিম মাহমুদ এর ব্যক্তিগত সহকারি পদে দায়িত্ব পাওয়ায় সাইফুল ইসলাম বাবুকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪
এজি