Sunday , 6 October 2024
egg--------

প্রাণিসম্পদ দপ্তর হাজীগঞ্জে আড়াই’শ শিক্ষার্থীকে ডিম খাওয়ালো

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্ হাজীগঞ্জে ২শ ৫০ জন শিশু শিক্ষার্থীদের ডিম খাওয়ান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বুধবার ১০ জুলাই পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়।

এ দিন বেলা ১২ টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহিন মিয়া বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ২শ ৫০ জন শিশু শিক্ষার্থীর হাতে একটি করে সিদ্ধ ডিম তুলে দেন।

ডিম খাওয়ানো অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্’র সভাপতিত্বে ও প্রধানশিক্ষক মো.মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহিন মিয়া বলেন,‘ প্রাণিসম্পদ দিবস উপলক্ষে ২ শ৫০ শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়েছে। ডিমে সুলভ মূল্যে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়।

তিনি বলেন,‘পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। তাছাড়া শিশুর মেধা বিকাশে সুপার ফুড হিসেবে কাজ করে ডিম। ডিমের পুষ্টিগুণ শিশু শুধু মেধাই বিকাশ করে না চোখেরও সুরক্ষা নিশ্চিত করে। তাই প্রতিনিয়ত শিশুকে ডিম খাওয়ানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি।’

ডিম খাওয়া অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম পাটওয়ারী,উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.মিজানুর রহমান,বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো.আবুল হাসেম ভূঁইয়াসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
এজি
১১ জুলাই ২০২৪

এছাড়াও দেখুন

হাজীগঞ্জ-দশম গ্রেড

বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি : হাজীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। শনিবার ২৮ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *