গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা.দীপু মনি এমপি ১ দিনের সফরে আজ চাঁদপুর আসছেন।
১২ মে রবিবার সমাজকল্যাণমন্ত্রী ডা.দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো.সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচী হলো-আজ ১৩ মে সকাল ৭টায় সড়ক পথে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
দুপুর ২টায় ৩০ মিনিটে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক শহর রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দুপুর সাড়ে ৩ টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।
১৩ মে ২০২৪
এজি