Monday , 16 September 2024
দুর্যোগ ম====

জাতীয় দুর্যোগ দিবসে হাজীগঞ্জে মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার ১০ মার্চ সকালে উপজেলা পরিষদে র্্যালি, মহড়া ও আলোচনাসভা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা,সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন। একাজে দায়িত্ব পালন করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক রেজাসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। অগ্নি নির্বাপক মহড়ায় সহায়তা করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মো.ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।

কবির আহমেদ
১১ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

mostafa

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা মজুমদার

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হলেন মোস্তফা মজুমদার । তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *