কৃষিমন্ত্রী ড.মো আব্দুস শহীদ জাতীয় সংসদে জানিয়েছেন, দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ % । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হোক্টর। এর মধ্যে আবাদযোগ্য জমি ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর। দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ %।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী জানান, অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার সীমিত রাখা এবং যত্রতত্র স্থাপনা না করার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি এবং শিল্প মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান,কৃষি জমি রক্ষার্থে কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন নামে একটি আইন পাসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলী আজমের এক প্রশ্নের জবাবে মো. আব্দুস শহীদ বলেন, জমির উর্বরতা বৃদ্ধি করার লক্ষ্যে মাটি পরীক্ষা করে সার দেয়ার সুপারিশ করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান
13 6 2024
এজি