বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে বিগত বছরগুলোর মতো এবারো থাকছে না আড়ম্বরপূর্ণ আয়োজন।কাল শুক্রবার বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
২০১৮ সালের পর এবার নতুন এক প্রেক্ষাপটে বেগম জিয়ার জন্মদিন এলো। এতদিন তিনি ছিলেন কারাবন্দী অবস্থায়, কয়েকদিন আগে শেখ হাসিনার শাসনের অবসান হওয়ায় তিনি নিয়েছেন কারামুক্তির নি:শ্বাস।
মুক্তির পর ৭ আগস্ট বিএনপির এক সমাবেশে ভিডিও বক্তৃতায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছাও বিনিময় করেছেন তিনি। দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে সারা দেশের নেতাকর্মীদের কেক কাটাসহ কোনো ধরনের আনুষ্ঠানিকতা করতে নিষেধ করা হয়েছে।
সবাইকে তার জন্য দোয়া করার নির্দেশনা দেয়া হয়েছে। তথ্য সূত্র : নয়া দিগন্ত
১৫ অাগস্ট ২০২৪
এজি