Monday , 9 September 2024
dc sir

জনগণ দক্ষ হলেই সে জনশক্তিতে রুপান্তরিত হবে : জেলা প্রশাসক

চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক বলেন,‘সঠিক অভিবাসন প্রধানত নির্ভর করে যথাযথ অভিবাসন প্রক্রিয়ার ধাপগুলো অতিক্রম করা এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষতা উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিজেকে দক্ষ করতে হলে যে কোনো একটি বিষয়ে কারিগরি জ্ঞান থাকা প্রয়োজন।জনগণ দক্ষ হলেই সে জনশক্তিতে রুপান্তরিত হবে। সোনার বাংলা বিনির্মাণ হবে।’

৩০ জানুয়ারি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র আয়োজনে চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এ কথা বলেন ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সংশ্লিষ্ট অংশীজন। সেমিনারে সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর আইএমটি’র অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাখাওয়াত আলী।

করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *