মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মোস্তফা তালুকদার,ভাইস চেয়ারম্যান আখি নির্বাচিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
৮ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৫৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ লক্ষ ৯৭ হাজার ২৬ জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ৪শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভেট প্রয়োগের হার ২৩.৬০ %।
চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সর্বোচ্চ ১৬ হাজার ৯শ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ( প্রতীক দোয়াত কলম)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন (প্রতীক আনারস) ভেট পেয়েছেন ১৬ হাজার ১শ ১৬ ভোট।অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ( প্রতীক ঘোড়া) ভোট পেয়েছেন ১৩ হাজার ৩শ ৬১ জন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার (আঁখি) প্রতীক ফুটবল ২৩ হাজার ২ শ ৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম শীলা মনি ( প্রতীক হাঁস) ভোট পেয়েছেন ২৩ হাজার ২২ টি। চেয়ারম্যান পদে ভোটের ব্যবধান ৭শ ৯৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের ব্যবধান ২শ ১৩ টি।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত আলী দেওয়ান বাদল। বুধবার রাত টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাহের ভুয়া।
নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৪
এজি