Monday , 9 September 2024
sen ---

চাঁদপুর সদরের সেনঁগাও বালিকা উচ্চ বিদ্যালয়ে গণহত্যাদিবস পালন

চাঁদপুরের সেনঁগাও বালিকা উচ্চ বিদ্যালযয়ে কর্তৃক আয়োজিত ২৫ মার্চ ২০২৪ গণহত্যাদিবস পালন করা হয় । শিক্ষার্থী গণ পশ্চিম পাকিস্তান বাহিণী কর্তৃক বাংলাদেশের লোকদেরকে বর্বরোচিত গণহত্যা করে। তাদের এরকম হত্যাযজ্ঞ কর্মকাণ্ডের প্রতিবাদে এ দিবসকে কালো রাত্রি হিসেবে আখ্যায়িত করা হয় ।

এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। স্কুলের সিনিয়র শিক্ষক মাও.আবদুল হান্নান এতে সভাপতিত্ব করেন ।

আলোচনাসভায় অংশ নেন-সহকরাী শিক্ষক আবদুল করিম,আহসান উদ্দিন,পিয়াংকা দাস, আবদুল গনি,মো.শরীফূল ইসলাম ও সানজিদা আফরিন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ১০ম শ্রেণির ছাত্রী রিয়া মনি।

করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

suman

মানব কল্যাণে যতগুলো মাধ্যম তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা : অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত ২০২৪-২৫ সালের কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত চাঁদপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *