Monday , 16 September 2024
Exif_JPEG_420

চাঁদপুর বড় স্টেশন মোলহেডে বাংলা উইকিপিডিয়ার একুশে সমাবেশ সম্পন্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃৃক আয়োজিত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুরের সবচাইতে জনকীর্ণ বৈকালিন মুহুর্তে মোলহেডে বাংলা উইকিপিডিয়ার একুশে সমাবেশ সম্পন্ন অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক ছিলেন চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের কো-অর্ডিনেটর মো.দেলোয়ার হোসাইন ।

তিনি ঊইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া সম্পর্কে উইকি বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।

এছাড়াও উইকিপিডিয়া ও চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়কারী আবদুল গনি বাংলা ভাষা সমৃদ্ধকরণের লক্ষ্যে ‘ বাংলা ভাষা শুদ্ধ করে লিখা’প্রচারণার জন্যে কর্মসূচি হাতে নেয়া যায় কিনা তা কথা জানান।

কো-অর্ডিনেটর দেলোয়ার হোসাইন এ কর্মসূচির বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব লিখিতভাবে পেশ করে পরবর্তী উইকিপিডিয়া মিটআপে উপস্থাপন করা যেতে পারে বলে তিনি তাঁর মতামত জানান।

চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় এ ব্যাপারে একমত পোষণ করেন। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আলোচনা হয়। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়কারী আবদুল গনি,মো.আল-আমিন ইমতিয়াজ আহমেদ,নাজমুল হোসাইন ও নাঈম হোসেন প্রমুখ ।

করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *