Monday , 9 September 2024
shaharasti exam--
প্রতীকী ছবি

চাঁদপুরে ৭৭ কেন্দ্রে সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবে কাল

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। চাঁদপুরের সকল উপজেলা সদরে ৭৭ কেন্দ্রে এসএসসি-দাখেল ও সমমানের পরীক্ষায় ৩৬ হাজার ৬শ ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামি ১৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হচ্ছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে। চলতি ২০২৪ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৬ হাজার ৬ শ ১২ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৭ টি।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ১১ ফেব্রুয়ারি এ সব পরিসংখ্যান জানা গেছে। চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৬শ’ ১২ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৪শ ৫৩ জন ও কেন্দ্র ৪৬ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪শ’ ৫৮ জন এবং কেন্দ্র ১৯ টি ও এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে ১ হাজার ৭শ’ ১ জন।

কেন্দ্র সংক্রান্ত সভায় কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে -কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ,পরীক্ষার্থীদের আসন বিন্যাস,বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক,পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে। চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয়।

সারাদেশের ন্যায় চাঁদপুরও এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৪ শিক্ষাবর্ষের এস এসসি ও সমমানের ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভা ও সরকারি দিকনিদের্শনার নীতিমালা অনুসরণ বা মেনে চলতে হবে।

সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভাটি হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক অনেকগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা কর্তৃক সরকারি নির্দেশিকা পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করা হয়। নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হবে।

পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় ।

আবদুল গনি
১8. ২ .২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *