রাতভর ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পালিত হলো পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে,শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ,ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদসহ চাঁদপুর জেলার প্রায় সাড়ে ৭ হাজার ছোট-বড় সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে শবে বরাতের নামাজ আদায় ও দোয়া-মাহফিলে অংশ নেন।
পবিত্র শবে বরাতের রাত তথা মুক্তির এ রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ইবাদত-বন্দেগি। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ,জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন।
সব মসজিদেই চলছে ইবাদত-বন্দেগি। শহরের ছোট বড় সকল মসজিদসহ অলিগলির সব মসজিদেই হয়েছে বিশেষ দোয়া কামনা এবং ইসলামি বয়ান। তবে রাতের ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় সব বয়সী মুসল্লীরা মসজিতে এবং নিজ গৃহে নামাজ ও দোয়া দুরুদে মশগুল ছিলো। মধ্যরাতের পর রাস্তায় তাদের আনাগোনা কমে যায়।
২৬ ফেব্রুয়ারি ২০২৪
এজি