Monday , 16 September 2024
jjaka

চাঁদপুরে জাটকা ধরায় ৮ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযান। আটককৃতদের মধ্যে ৬ জনকে ১০ দিন করে কারাদণ্ড ও ১জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

২০ মার্চ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো.মিজানুর রহমান বলেন, ‘ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাটকা ধরায় হাতেনাতে ৮ জেলকে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দু’টি মাছ ধরার নৌকা।’

জব্দ নৌকা দু’টি কোস্টগার্ড হেফাজতে এবং জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো.মনির হোসেন,নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিল বিহারী নাথসহ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

২১ মার্চ ২০২৪

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *