Wednesday , 18 September 2024
gB

চাঁদপুরে গ্রামীণব্যাংক যোনাল অফিসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

চাঁদপুরের গ্রামীণ ব্যাংক যোনাল অফিস কর্তৃৃক আয়োজিত ট্রাক রোডস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে ।

১৭ মার্চ বিকেলে যোনাল কার্যালয়ে অনুষ্ঠিত ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জোনের যোনাল ম্যানেজার এস.এম.সোয়েব। সঞ্চালনা ও দোয়ার মোনাজাত পরিচালনা করেন একাউন্ড অফিসার মো. মাহবুবুর রহমান ।

চাঁদপুরের যোনাল ম্যানেজার এসএম সোয়েব বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বলেন,“মধুমতি নদীর তীর ঘেঁষা টুঙ্গীপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করা সেদিনের খোকাই হলেন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ম শ্রেণিতে পড়া অবস্থাই তাঁর ভেতর নেতৃত্ব ফুটে উঠে। সেখাান থেকেই নানা প্রতিভা বিকাশের মধ্যদিয়ে ’৪৮ সালে শুরু হওয়া ’৫২ সালের ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। জেলে থেকেই তিনি নেতৃত্ব দেন। তাঁর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের পর প্রতিটি নাগরিক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

তাঁর নেতৃত্বের মাধ্যমেই দেশ স্বাধীন হয়। ফলে আমরা পেয়েছি স্বাধীন দেশ। হয়েছি একটি স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু দু:খী,অসহায় ও নিপীড়িত মানুষের ব্যথা বুঝতেন। তাঁর মহানুবতা ছিল প্রখর। যার ফলেই আন্তর্জাতিক প্রথম স্বীকৃতি হিসেবে জুলিও কুরি উপাধি পান। তাঁর অবদানের কথা আজীবন স্মরণ করবে এদেশের প্রতিটি আপামর জনগণ। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ আমাদের প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার,স্মার্ট বাংলাদেশের নির্মাতা ও ২০৪১ এর বিশ্ব দরবারে উপহার দিতে উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন। তাই আজ গ্রামীণ ব্যাংকের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।’

তিনি আরো বলেন,‘গ্রামীণ ব্যাংক জাতীয় সব দিবসগুলো অত্যন্ত গুরুত্বসহকার পালন করে আসছে। বঙ্গবন্ধু গরীব ও অসহায়দিগকে ভালোবাসতেন। তাই তাঁর স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক কাজ করছে। গ্রামীণ ব্যাংকের প্রধান সামাজিক উদ্দেশ্য হলো-দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের ব্যাংকিং সেবা দেয়া। এজন্য গ্রামীণ ব্যাংককে বলা হয় গরীবের ব্যাংক। গ্রামীণ ব্যাংক সুবিধাবঞ্চিতদের দারিদ্র্যতা দূরীকরণে কাজ করে শিশুদের ৫ টি বিষয়ে বৃত্তি দিয়ে উৎসাহিত করছে। ’

আলোচনা সভায় অডিট অফিসার মোস্তাফিজার রহমানও বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের ইতিহাস ও মুক্তিযুদ্ধের নানা বিষয় ও শিশুদের অধিকার সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন। তিনি বলেন,‘বঙ্গবন্ধুই একটি ইতিহাস। তাঁর জীবনাদর্শ আমরা অনুস্মরণ করব। আমাদের জীবনে তা প্রতিফলন করাতে হবে। ’

বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের সিনিয়র সহকারী সম্পাদক আবদুল গনি কর্মকর্তা মোহাম্মদ আলী,মো.আবদুল্লাহ আল মামুন ও মো.আলাউদ্দীন। অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আলোচনা দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আবদুল গনি
১৭ মার্চ ২০২৪

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *