চাঁদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি সোমবার দু’দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাজা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাড. ইকবাল বিন বাশারের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, পৌর মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.এটি এম মোস্তফা কামাল।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই আলহাজ্ব মাহবুবুর রহমান। মরহুমের জানাজায় আইনজীবী,শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
জানাজার নামাজে ইমামতি করেন চাঁদপুর চৌধুরী ঘাট জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হাদী।
এরপর মরহুমের গ্রামের বাড়ি মৈশাদী ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে ২১ জানুয়ারি রাতে আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণায় মতলব গেলে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে আনার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরন করেন।
২৩ জানুয়ারি ২০২৪
এজি