Friday , 3 January 2025
sprts

হাজীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বক্তব্য রাখেন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম,একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মথ্যে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো.মিজানুর রহমান আশ্রাফি,স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম,পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মনিরুজ্জামান পাটওয়ারী,হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সর্দার,বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.বিল্লাল হোসেন,ক্রীড়া শিক্ষকদের পক্ষে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.নুরুল আমিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার শিক্ষক মো.শাহাদাত হোসেন। গীতা পাঠ করেন মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল কৃষ্ণ রায়।

অনুষ্ঠানে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু,বড়কুল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্দুল হক, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক কবির হোসেন সরকার, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ইকবাল হোসেন, বোরখাল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মোবারক হোসেনসহ অন্যান্য প্রধানশিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কবির আহমেদ
৯ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *