Wednesday , 18 September 2024
SSC EXAM'--
প্রতীকী ছরি

গুচ্ছের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ১৫ জন

গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হবে। প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সমন্বিত ভর্তি কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৩টি ধাপে ভর্তি নিবেন গুচ্ছের ভর্তি কমিটি। আগামি ২৭ এপ্রিল বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট,৩ মে মানবিক শাখার ও ১০ মে ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০।

প্রতিটি ভুল উত্তরের দশমিক ২৫ কাটা যাবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘খ’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন ও ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার ১১৬ জন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা প্রায় ২১ হাজার।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য বলেন, প্রায় ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী গুচ্ছের ভর্তিতে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পর মেধাতালিকা তৈরি করবে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট বিষয়ে নির্বাচিত করলে মেধাক্রম বা মার্কস অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।


৩ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

bcs--

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *